গোপালগঞ্জে মোটরসাইকেল ও প্রাইভেটকারের সংঘর্ষে কিশোর নিহত, আহত ২
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ফয়সাল শেখ (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। দুর্ঘটনায় ফয়সালের সঙ্গে থাকা আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৯ জুন) রাত সাড়ে ১২টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের মল্লিকের মাঠ এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল শেখ বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের আলম শেখের ছেলে। আহতরা হলেন টুঙ্গিপাড়ার সরদারপাড়া গ্রামের লাবিব শেখ (১২) এবং রাকিব শেখ (২২)।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, ঈদের ছুটিতে মামাবাড়ি বেড়াতে এসে ফয়সাল তার দুই মামাতো ভাইকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে গোপালগঞ্জ শহরের উদ্দেশে রওনা দেন। পথে মল্লিকের মাঠ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ফয়সালের মৃত্যু হয় এবং বাকিরা গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর প্রাইভেটকার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল ও প্রাইভেটকার জব্দ করেছে এবং তদন্ত শুরু করেছে।
Leave A Comment