নারী কর্মীদের নিয়ে অপপ্রচার: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি এনসিপির
নারী কর্মীদের সম্পর্কে ভুয়া তথ্য ও বিকৃত ফটোকার্ড ছড়িয়ে রাজনৈতিক বিভ্রান্তি তৈরির অভিযোগে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (২০ জুন) খসড়া গঠনতন্ত্র অনুমোদনের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেন এই অপপ্রচারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানান।
আখতার হোসেন বলেন, "সোশ্যাল মিডিয়ায় এনসিপির নামে মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর ছবি ছড়ানো হচ্ছে। এতে শুধু আমাদের দল নয়, দেশের সাধারণ মানুষও বিভ্রান্ত হচ্ছেন। এসব থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।"
তিনি আরও বলেন, "নারী কর্মীদের সম্মানহানি করার উদ্দেশ্যে ভুয়া ফটোকার্ড তৈরি করে তাদের নামে অপপ্রচার চালানো হচ্ছে। এমন কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।"
মিডিয়াতেও বিভ্রান্তিমূলক প্রতিবেদন প্রকাশ নিয়ে তিনি বলেন, "যেসব গণমাধ্যম রাজনৈতিক দলগুলোর নারী নেত্রীদের নিয়ে ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে, তাদের বিরুদ্ধেও আমরা প্রেস কাউন্সিলে অভিযোগ জানাবো।"
এ সময় দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমও অভিযোগ করেন, দলীয় নারী সদস্যদের নিয়ে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালানো হচ্ছে, যা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে এক নারী সদস্যকে অশোভন প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে। এরপর গত ১৭ জুন দলের পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। অভিযোগের লিখিত জবাব দিতে তাকে পাঁচ দিন সময় দেওয়া হয়েছে এবং বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
Leave A Comment