প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনের তারিখ যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। আজ শনিবার (২১ জুন) সকালে নির্বাচনসংক্রান্ত এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান।
সিইসি বলেন, “নির্বাচনের বিষয়ে কোনো কিছু গোপন রাখা হচ্ছে না। আমাদের একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা রয়েছে। যদিও কেউ কেউ একে ‘রোডম্যাপ’ বলছেন, আমি সেটিকে রোডম্যাপ না বলে কর্মপরিকল্পনা বলি। নির্ধারিত সময়ে আমরা নির্বাচনের সময়সূচি ঘোষণা করব।”
নির্বাচনের দিনক্ষণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “এটা আপনারা সময়মতো জানতে পারবেন। আমরা যথা সময়ে শিডিউল ঘোষণা করব, তখনই সবকিছু পরিষ্কার হয়ে যাবে।”
এ এম এম নাসির উদ্দীন আরও বলেন, “এত বড় নির্বাচন আয়োজনের জন্য আমাদের একটি কাঠামোবদ্ধ পরিকল্পনা আছে। তবে এটি পরিস্থিতি অনুযায়ী সামান্য পরিবর্তন হতে পারে। নির্দিষ্ট তারিখ ঠিক না হলে দু–চার দিনের ব্যবধান হতে পারে।”
সরকারের সহযোগিতার গুরুত্ব তুলে ধরে সিইসি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও সরকারি কর্মকর্তাদের সহায়তা ছাড়া নির্বাচন পরিচালনা সম্ভব নয়। তাই সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।”
এমতাবস্থায় নির্বাচন কমিশন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে বলে জানিয়েছেন তিনি।
Leave A Comment